চট্টগ্রামের কর্ণফুলীতে ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণে মসজিদের এক ইমাম গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের খিলপাড়া গ্রামে বন্য হাতির আক্রমণের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে খিলপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণে পড়েন অত্র মসজিদের পেশ ইমাম ও খতিব এয়ার মোহাম্মদ (৫০)। ওই সময়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
বিষয়টি নিশ্চিত করছেন বড়উঠান ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন।
















