সামাজিক সংগঠন “রিচ ক্লাব” এর এক বছর পূর্তি উপলক্ষ্যে গত ১১ সেপ্টেম্বর শনিবার নানা কর্মসূচি আয়োজন করে।
চট্টগ্রাম রেলস্টেশনে সুবিধাবঞ্চিত একশো অধিক পথ শিশুদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান রুদমিল শারিন শাহ, ইশরাকুল হক, আতিয়া সানজিদা, আবদুল্লাহ আল ইমরান, তামিজা কারিন, তাসনুবা আকতার, মিনহাজ, মনির, তুনাজ,ফারদিন, ইশতিয়াক গনি, আবিদ হোসেন, সাইমন, আফনান, রাইসা, আতিকা, মাহদিয়া।
















