চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাত পা হারানো (পঙ্গু) আসিফকে দোকান উপহার দিয়েছেন মানবিক সংগঠন জোনাকী ফাউন্ডেশন।
রবিবার বিকেলে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের আমির আহমদ বাড়ির পঙ্গু তরুণ মোঃ আসিফকে জোনাকী ফাউন্ডেশন এ উপহার দেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজ এলাকায় গাছে মাইক লাগাতে গিয়ে মোঃ আসিফ বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে সারা শরীরে মারাত্মক জখম হয়।চিকিৎসায় শরীরের কিছু অংশ বাঁচানো গেলেও তাঁকে হারাতে হয় হাত ও পা। তার এ দুর্ভোগের কথা শুনে এই মানবিক সংগঠন চিকিৎসার ব্যবস্থা করে। এবার ভবিষ্যতের কথা চিন্তা করে দোকান উপহার দিল।
দোকান পেয়ে খুশি তরুণ আসিফ। আবেগাপ্লুত হয়ে তিনি জানান, এখন আর কষ্ট হবে না সংসার চালাতে। দোকান থেকে যে আয় হবে তা দিয়ে তার সংসার চলবে।
মানবিক সংগঠন জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ রাশেদুল আলম বলেন আসিফও আমাদের মত একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন তারও ইচ্ছে ছিল আমাদের মত সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকার কিন্তু দূঘটনায় তার সব স্বপ্ন মাটি হয়ে গেল আজ। তবুও আমরা চেষ্টা করেছি আসিফ যাতে অন্তত দু মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে সেটার তাই আমার সকলে মিলে তাঁকে একটি দোকান উপহার দিয়েছি জোনাকী ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন থেকে আসিফকে কারও কাছে হাত পাততে হবে না। এ দোকানের আয় দিয়ে তিনি সংসার চালাতে পারবেন আাশা রাখি। জোনাকী ফাউন্ডেশন সকল সদস্য সহ যারা আসিফকে সহযোগিতা করছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এইসময়ে সংগঠনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুলইসলাম,রিফাতমিয়া,ইলিয়াছ,আসিফুরজাম্মান,আরদশুভ,জুয়েল রানা,ইরফানুল হক সাজিন, জানেআলম,শাহাদতহোসেন,মুনতাছির,রিজভী,কলিম,ফয়সাল,সানজিদা হোসেন, ফারহানা,সাইমা সুলতানা,এমদাদ,মহিউদ্দিন প্রমুখ।
















