চট্টগ্রামে আরও একজন ‘মিউকরমাইকোসিস’ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। ৩৫ বছর বয়সী নারী ওই রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের ভাষায় ‘মিউকরমাইকোসিস’ এটি ব্ল্যাক ফাঙ্গাসের মতোই। এ নিয়ে চট্টগ্রামে ৩ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া গেছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেলে কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল এ তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওই রোগী গত তিন দিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়।
মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল বলেন, ‘ওই নারী কোভিড আক্রান্ত না হয়েও তার শরীরের মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে। বর্তমানে মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অতিরিক্ত ডায়াবেটিস রয়েছে।’
উল্লেখ, নতুন শনাক্ত হওয়া এই নারীসহ চট্টগ্রামে এ পর্যন্ত তিনজন ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে শনাক্ত হওয়া প্রথম রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
















