চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জের ধরে খুরশিদা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শুক্রবার (৩ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পদুয়া ডোয়ার আলী সিকদার পাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত খুরশিদা আক্তার ওই এলাকার জাফর আহমদের স্ত্রী। তাদের সংসার তিন সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. লিয়াকত আলী।
তিনি বলেন, ‘নিহত গৃহবধূর সাথে তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার দুপুরেও সৃষ্ট বিরোধ মিমাংসার জন্য সামাজিকভাবে বৈঠক হয় নিহতের বাড়িতে। ওই বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে সৃষ্ট বিরোধ সালিসি বৈঠকের মধ্যমে মিমাংসা করেন। তবে মীমাংসার পরদিন সকালে গৃহবধূ খরুশিদা বাড়ির ছাদের বীমের সাথে গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করার বিষয়টি শুনে খুবই মর্মাহত হয়েছি।’ স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকত বলেও জানান তিনি।
ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের এসআই পার্থ সারথী হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তিনি বলেন, ‘লাশের সুরতহাল শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে বলেও জানান তিনি।
















