চট্টগ্রামের কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটায় কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) র্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার আটকের সত্যতা নিশ্চিত করেছেন ।
আটককৃতরা হলো সন্দীপ থানার বোরহান উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (১৮),পটিয়ার বদিউল আলমের ছেলে ইশতিয়াক ফরহাদ ফাহিম, পটিয়া কালিবাড়ির মৃত আবুল কাশেমের ছেলে মোঃ সোহেল (১৮), পটিয়া মহিরা গ্রামের সালে জহুরের ছেলে সালাউদ্দিন (১৯) অপরজন হলেন ভোলা জেলার মোঃ শফির ছেলে মোঃ রহিত (২০)।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, গোপন সংবাদে র্যাব সদস্যরা জানতে পারে নগরীর কর্ণফুলী এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।এমন সংবাদে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা কর্ণফুলী এলাকায় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ছিনতাই ও ডাকাতি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত এবং তাদেরকে মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
















