১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আত্ম-স্বীকৃত খুনিদের বিচার হয়েছে কিন্তু মদদদাতাদের বিচার হয়নি। এখন মদদদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (২০ আগস্ট) বেলা ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির আয়োজনে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ সরকারই প্রথম জনগণের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা দিতে সক্ষম হয়েছে। ২১ আগস্টের হামলা প্রসঙ্গে বলেন, তখন খালেদা জিয়া ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের নির্দেশেই এ হামলা সংগঠিত হয়েছিল।
টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
















