বাবলু দাশ, হাটহাজারী: হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর দাফনের আগেই তার মামা ও হেফাজতের প্রধান উপদেষ্টা মহিবুল্লাহ বাবুরগরীকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে হাটহাজারী মাদ্রাসায় জানাজার আগে সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী এ ঘোষণা দেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে নগরের সিএসসিআর হাসপাতালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরীকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এবং হাটহাজারী মাদ্রাসার কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে রাতে জানাজার আগেই এ ঘোষণা দিয়েছেন হেফাজতের নতুন ভারপ্রাপ্ত আমির ও জুনায়েদ বাবুনগরীর মামা মহিবুল্লাহ বাবুনগরী। যিনি রাত সাড়ে ১১টার দিকে জানাজার নামাজে ইমামতি করেন।
















