চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের ল্যাপটপ আত্মসাৎ করে অবৈধভাবে ৫৫ হাজার ৩১০ জনকে ভোটার করার অভিযোগে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সাবেক সিনিয়র জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলমসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
আজ বুধবার, ১৬ জুন দুপুরে এ মামলা দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক-২ শরীফ উদ্দিন।
মামলার আসামিরা হলেন— সাবেক চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার বর্তমানে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক খোরদেশ আলম, জেলা নির্বাচন অফিসের সাবেক উচ্চমান সহকারী মাহফুজুল ইসলাম, সাবেক অফিস সহায়ক রাসেল বড়ুয়া, পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের টেকনিক্যাল এক্সপার্ট মোস্তাফা ফারুক।
মামলা সুত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের ল্যাপটপ আত্মসাৎ করে ২০১৫ সালে হালনাগাদ ভোটার তালিকায় রোহিঙ্গাসহ মোট ৫৫ হাজার ৩১০ জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করেছেন অভিযুক্তরা । তারা মূলত একে অপরের যোগসাজসে অসৎ উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয়ে ভুয়া পরিচয়, নাম ঠিকানা ব্যবহার করে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করে দণ্ডবিধি’র ২০১/৪০৯/১০৯ ধারা সহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও উল্লেখ করা হয় মামলায়।