বেগম খালেদা জিয়া নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। এ কারণে সিলেট থেকে পালিয়ে এসেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বিতীয় ধাপে সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার চেক তুলে দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ধারণ করেন। অভিভাবক হিসেবে আপনাদের জন্য এ অনুদান পাঠিয়েছেন।
এ সময় জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, করোনায় ক্ষতিগ্রস্ত জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ৫২ জন সাংবাদিককে প্রণোদনার চেক বিতরণ করা হয়।
















