জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বহুগুনের অধিকারী। তাঁর ধ্যানধারণা আবর্তিত ছিল মানবিক, জনগণ ও দেশকে নিয়ে।
অদম্য সাহসের অধিকারী বঙ্গবন্ধুর রাজনৈতিক পদক্ষেপ কখনোই ভুল প্রমানিত হয়নি। আপোষহীন মহানায়ক বঙ্গবন্ধু সাধারণ মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। তাঁকে হত্যা করে খুনীরা দেশ ও জনগণকে কিছুই দিতে পারেনি। বরঞ্চ সর্বক্ষেত্রেই ভারসাম্য নষ্ট করে দেশকে অস্থিতিশীল ও লুঠেরাদের স্বর্গরাজ্যে পরিণত করে। সাধারণ মানুষের মাঝে মিথ্যা, কাল্পনিক, বিভ্রান্তিমূলক অপপ্রচার করে ঐক্য বিনষ্ঠ করে ও স্বপ্ন ভাঙ্গার হতাশায়ে নিমর্জিত করে। সদ্য স্বাধীন একটি দেশের জন্য যা ছিল এক অশুভ ও কলংকজনক অধ্যায়। ঘাতকরা বিশেষ উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে।
আজ ১৪ আগস্ট শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোছলেম উদ্দিন আহমদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শুরু হয় এক ঘৃণ্য ষড়যন্ত্র। ইতিহাস থেকে মুক্তিযুদ্ধের মহানায়কের নাম মুছে ফেলার ব্যার্থ চেষ্টা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে তরুণদের দীর্ঘকাল জানতে দেয়া হয়নি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। বঙ্গবন্ধুকে শুধু অস্বীকার করাই নয়, নানাভাবে তাঁর সম্পর্কে মিথ্যা বক্তব্য অপপ্রচার করা হয়েছে। নিজের জীবন উৎসর্গ করে বঙ্গবন্ধু বুঝিয়ে দিয়েছেন দেশ, মাটি ও মানুষকে তিনি কতটা ভালবাসেন।
তিনি আরো বলেন, দেশকে অর্থনৈতিক মুক্তিদানের গৃহীত কর্মসূচী ঘোষণা করে তার বাস্তবায়নের ঊষালগ্নে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। সামজ্রবাদ ইন্ধনে তাঁকে হত্যা করার মধ্য দিয়ে প্রমানিত হয়েছে বঙ্গবন্ধু সঠিক পথেই ছিলেন। বহু ত্যাগ তীতিক্ষার মধ্য দিয়ে আমরা সেই পথ থেকে সরে এসে উন্নয়নের পথে, আশা ও স্বপ্ন দেখার পথে এগিয়ে চলেছি। এই অশুভ পরিবেশ থেকে দেশকে মুক্ত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেকাংশে সফল হয়েছেন এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের ফলশ্রুতিতে শিক্ষা, শিল্প, প্রযুক্তি, সামাজিক, যোগাযোগ সর্বক্ষেত্রে আশানুরূপ উন্নতিতে দেশ বিশ্বমাঝে মর্যাদা পাচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব একটি নাম শুধু নয়, একটি অহংকারে প্রদ্দীপ্ত ইতিহাস।
যে মহানায়কের জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংরাদেশ নামের এ স্বাধীন সার্বভৌম দেশের অভ্যুদ্বয় ঘটতো না। বঙ্গবন্ধু সকল বিতর্কের উর্ধ্বে, তিনি জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি। বঙ্গবন্ধু মুজিবের বহুমাত্রিক উত্তরণ ঘটেছে রাজনীতির ঝড়ো ময়দান ছাপিয়ে, তিনি স্বগৌরবেই সাহিত্যের উপাদান হয়েছেন। বঙ্গবন্ধুকে খন্ডিতভাবে দেখতে গেলে বিভ্রান্তি দেখা দেবে, তাই সমগ্র বঙ্গবন্ধু জাতির জনককে পর্যালোচনা করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবু সাঈদ, সাবেক এমপি চেমন আরা তেয়ব, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড: মুজিবুল হক, স্বাস্থ্য সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য দেবব্রত দাশ, চেয়ারম্যান নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ছিদ্দিক আহমদ বিকম, মাহবুবুর রহমান সিবলী, এ কে আজাদ, শাহিদা আক্তার জাহান, কর্নফুলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগ আহবায়ক দিদারুল আলম, যুগ্ম আহবায়ক মমতাজ উদ্দিন, ডা: রুবেল দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগ যুগ্ম-আহবায়ক এড: কামেলা খানম রূপা, দক্ষিণ জেলা শিশু কিশোর মেলা সভাপতি মো: আলমগীর তালুকদার, লায়ন ছাবের আহমদ, দক্ষিণ জেলা মৎস্য জীবিলীগ যুগ্ম আহবায়ক সুরেশ দাশ, মহিলা নেত্রী খালেদা আক্তার চৌধুরী, দিলোয়ারা বেগম সুখী, জীবন আরা বেগম, সঞ্চিতা বড়ুয়া, এড: পাপড়ী সুলতানা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমুখ।
















