চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বর্ধিত সভা আজ মঙ্গলবার (১৫ জুন)বিকালে পোমরা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান আজাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার,প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খাঁনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোমরা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আহমদ আলী নঈমী, সাধারণ সম্পাদক মাস্টার মোসলেম উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক ওসমানী গনি চৌধুরী,প্রচার ও প্রকাশনা সম্পাদক, আনোয়ার আজিজ সদস্য সেহাব উদ্দীন খালেক,সদস্য ছাবের,বঙ্গবন্ধু শিশু -কিশোর মেলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির,যুগ্ম সাধারণ সম্পাদক মানিক কান্তি দাশ,সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি এম.আর মামুন প্রমুখ।
পরে সভাপতি আজাদকে আহবায়ক, সাধারণ সম্পাদক মফিজকে সদস্য সচিব নির্বাচিত করে সাতজন বিশিষ্ট সম্মেলনে প্রস্তুতি কমিটির আহবায়ক ঘোষণা করেন শিমুল গুপ্ত।