কক্সবাজারে কার্গো ট্রাকে করে ফার্নিচার পাচারকালে আটক করেছে কক্সবাজার উত্তর বনবিভাগের বিশেষ টহল টিম।
শনিবার (১২ জুন) সকালে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে ফার্নিচার ভর্তি এই কার্গো গাড়ি আটক করা হয়।
জানা যায়, চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের কক্সবাজার আসার পথে এই কর্ভাড় ভ্যান ভর্তি বিভিন্ন জাতের ফার্নিচার আটক করা হয়৷ যার আনুমানিক মুল্য ৩লক্ষ টাকার হতে পারে বলে বনবিভাগ সুত্রে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা এ কেএম আতা এলাহী।
রেঞ্জ কর্মকর্তা জানান, গোপন সাংবাদের ভিত্তিতে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে অবৈধ ফার্নিচার ভর্তি একটি কার্ভাড় ভ্যান কক্সবাজার অভিমুখে আসছে খবর পেয়ে সকাল ৭টার দিকে বাংলাবাজার এলাকা থেকে ফার্নিচার ভর্তি এমএস কার্গো সার্ভিস নামের একটি কার্গো গাড়ি আটক করি যার নং ঢাকা মেট্রো -উ ১১০৯৩৩।
তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে ড্রাইভার পালিয়ে যায়।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তহিদুল ইসলাম জানান, অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। কারা এই কাঠ পাচারের সাথে জড়িত খুজে বের করে আইনের আওতায় আনা হবে।