কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে পেকুয়ায় জয়নালকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত আমির হোসেন বুলুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগতরাত ২টার দিকে শিলখালী ইউপির জারুলবুনিয়াস্থ সাপের গাড়ার পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এনিয়ে এই হত্যা মামলার এজাহার নামীয় ৩২ জনের মধ্যে ৬ জন গ্রেফতার হলো।
গ্রেফতার বুলু মগনামা ইউপির বহদ্দার পাড়া এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে।
পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেবজুর রহমান বলেন, গোপন সূত্রে জানতে পারি জয়নাল হত্যা মামলার আসামী বুলু শিলখালীর সাপেরগাড়া পাহাড়ে অস্ত্রসহ অবস্থান করতেছে। ওসি সাহেবের নির্দেশে একদল পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কানন সরকার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার কাছ থেকে একটি দেশীয় তৈরি কাটা বন্দুক উদ্ধার করা হয়েছে। জয়নাল হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের দায়ে মামলা রুজু করা হয়েছে।