চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬১১ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৬২ হাজার ২০০ জন। এদিন মরণঘাতি এই ভাইরাসের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন ৪ জন।
গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
বুধবার (৭ জুলাই ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বিআইটিআইডি ল্যাবে ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৩ জলের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারিতে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ০৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতালে ১২১ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শেভরনের ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আরটিআরএলে ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মেডিকেল সেন্টার হাসপাতালে ৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৮জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এপিক হেলথ কেয়ারে ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার লোহাগাড়া উপজেলায় ০১, সাতকানিয়া উপজেলায় ০৩ জন, বাঁশখালী উপজেলায় ০২ জন, আনোয়ারা উপজেলায় ১০ জন, চন্দনাইশ উপজেলায় ০১জন, পটিয়া উপজেলায় ১৪ জন, বোয়ালখালী উপজেলায় ০ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ১০ জন, রাউজান উপজেলা ১৯ জন, ফটিকছড়ি উপজেলায় ১১ জন, হাটহাজারী উপজেলায় ১৮ জন, সীতাকুণ্ড উপজেলায় ৩২ জন, মীরসরাই উপজেলায় ২৪ জন ও সন্দ্বীপ উপজেলায় ০১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী চট্টগ্রাম নিউজকে জানান, মঙ্গলবার চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১১ জনের। মৃত্যু হয়েছে ৪ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ২০০ জন। তারমধ্যে মহানগরের ৪৮ হাজার ২৯৫ ও উপজেলা পর্যায়ের ১৩ হাজার ৯০৫ জন।