চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী কমিটির সভায় গাজীপুরে নারকীয় কায়দায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন নেতৃবৃন্দ।
রবিবার (১০ আগস্ট) সকালে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এই সভায় নেতৃবৃন্দ বলেন, ‘যে নির্মম কায়দায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হয় তা সভ্য সমাজে কল্পনাও করা যায়না। এই হত্যাকান্ডের পর সারাদেশের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও গভীরভাবে উদ্বিগ্ন।’
নেতৃবৃন্দ বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে এই ধরনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।’
সভায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মামলা মোকাদ্দমা প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়, মূলধারার সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন ও গায়েবি মামলা দিয়ে এক শ্রেণীর সুবিধাভোগী দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে উন্নয়ন অগ্রগতি থামিয়ে দিতে চায়।
সভায় দেশে চলমান অস্থিরতা ও সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি বিধান করার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর শুভর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দ্রুত ও গ্রহষযোগ্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষনার দাবি জানানো হয়েছে।
সভায় বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ন মহাসচিব মহসীন কাজী, সিইউজের সিনিয়র সহ-সভাপতি সম ইব্রাহিম, সহসভাপতি সাইদুল ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সিইউজের যুগ্ন-সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মোহাম্মদ সরওয়ারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ও নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।