বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী ভাই। চট্টগ্রামের মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামনসুন্দর এলাকার গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে।
স্বজনরা জানান, ১৫ বছর পর দেশে ফিরে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান প্রবাসী মহিউদ্দিন (৪০)। সেখানে বোনকে কয়েকদিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে আনতে চাওয়ায় নিয়ে বোনের জামাই ও শ্বশুরের সঙ্গে হাতাহাতি হয় তাঁর। এক পর্যায়ে মহিউদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সি-বার্তা/এটি