কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কঠোর লকডাউনের কক্সবাজারে ৪র্থ দিনে ৩০টি অভিযানে ২০৭টি মামলায় দন্ডিত হয়েছে ২১৪ জন। যাদের কাছ থেকে ১ লাখ ৬৬ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৪ জুলাই) রাতে এ তথ্যটি জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা।
তিনি বলেন, কঠোর লকডাউনের ৪র্থ দিনে বিধি-নিষেধ অমান্য করায় জেলায় ২০৭টি মামলায় দন্ডিত হয়েছে ২১৪ জন। যাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬’শ টাকা।
উল্লেখ্য, লকডাউনের গত ৩ দিনে কক্সবাজারে ৬১৫ জনকে দণ্ডিত করা হয়েছে। আদায় করা হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৫০ টাকা জরিমানা আদায়। একই সঙ্গে ৩ জনকে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।