চট্টগ্রাম: সামাজিক বৈষম্য দূরীকরণে পৃথিবীতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কাজে জামায়াতে ইসলামীকে সহযোগিতা করতে দেশবাসীকে আহ্বান করেছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর ব্যাংকার্স ফোরামের সেক্রেটারি আকতার হোসাইন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলার পটিয় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি স্কুলের রুমে পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে সীরাতে রাসূল (স.) শীর্ষক আলোচনা ও সাধারণ সভায় তিনি এ আহ্বান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন শাখা এ আলোচনা ও সাধারণ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় আকতার হোসাইন আরো বলেন, ‘মানব জীবনের উন্নতি সাধন ও পরকালের মুক্তির জন্য রাসূলের (সা) সীরাত ও ইসলামের সুমহান আদর্শ ছাড়া ব্যক্তি সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়।
সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শবান মানুষ তৈরির বিকল্প নাই। আর এমন নীতি ও আদর্শবান মানুষ তৈরির লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।’
জামায়াতে ইসলামী পটিয়া উপজেলা আইন ও প্রসাশন বিষয়ক সম্পাদক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে, ইউনিয়ন সহ-সভাপতি আশিকুল মোস্তফা তাইফুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী পটিয়া উপজেলা আমীর ৎনাছেরুল আলম শেখ, যুব বিভাগের সভাপতি মু. জয়নুল আবেদীন আয়াজ ও পটিয়া পৌরসভা শাখার দায়িত্বশীল নজরুল ইসলাম।
সভায় কুরআন থেকে তেলওয়াত করেন মু. লিয়াকত আলী। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা জামায়াতের দায়িত্বশীল মুহাম্মদ তসলিম। শুভেচ্ছা বক্তব্য দেন ভাটিখাইন ইউনিয়ন সেক্রেটারি সাইফুল হক, রাজনীতিবিদ মো. লিয়াকত আলী ও ছগীর আহমদ।
সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত নেতা খোরশেদুল আলম, মু. পারভেজ, মু. রাশেদ বিন হাফেজ, মু. রহিম উদ্দিন, শহিদুল আলম।