চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে একজন ছাড়া বাকি সকলে কাজে যোগ দিয়েছেন। অনুপস্থিত ওই পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
সিএমপির জনসংযোগ শাখা জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিত সময়সীমা গেল বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে সিএমপির মোট ছয় হাজার ১৬৯ জন পুলিশ সদস্যের মধ্যে ছয় হাজার ১৬৭ জন কর্মস্থলে যোগ দেন। অনুপস্থিত দুইজনের মধ্যে একজন নির্ধারিত সময়ের পরে গত রাতে হাজির হন। অন্যজন অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি আছেন।