চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির বাকলিয়া থানার কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলে চলমান জুয়ার আসর নিয়ে খবর প্রকাশের জেরে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার (৯ জুলাই) বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক নুর মোহাম্মদ রানা। তিনি দৈনিক সময়ের কাগজ পত্রিকার চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জিডিতে জিয়া নামের একজনকে বিবাদী করা হয়েছে। সে কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলের জুয়ার আসরের ম্যানেজার বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
নুর মোহাম্মদ রানা বলেন, ‘খবর প্রকাশের জেরে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়েছে। এ ব্যাপারে আমি বাকলিয়া থানায় অভিযোগ দিয়েছি। থানা কর্তৃপক্ষ অভিযোগটি জিডি হিসাবে নিয়েছে। ব্যাপারটি চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) কমিশনার ও এডিশনাল পুলিশ কমিশনারকে (ক্রাইম) জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।
জিডিতে বলা হয়েছে, ‘কালামিয়া বাজারের বাহার কনভেনশন সেন্টারে দীর্ঘ দিন ধরে জুয়ার আসর চলছে। সু-নির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জুয়ার ছবি ও ভিডিও সংগ্রহ করে দৈনিক সময়ের কাগজ পত্রিকায় ৮ জুলাই ‘চট্টগ্রামে চলছে জমজমাট জুয়ার আসর, নেপথ্যে সমাজকল্যাণ ও পুলিশ কর্মকর্তা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের খবর পেয়ে জুয়াড়ি জিয়া ওই দিনই দুপুর আনুমানিক দেড়টার দিকে সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানার হোয়াটসঅ্যাপে ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করে, মিথ্যা মামলার আসামি করবে ও প্রাণে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়। একইভাবে সংবাদ প্রকাশ না করার জন্য দৈনিক নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ইসমাইলকেও হুমকি দেয়।