চট্টগ্রাম: ঘাসফুল সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় চট্টগ্রাম সিটি, আনোয়ারা, পটিয়া, হাটহাজারী ও মিরসরাই উপজেলার ৪০টি শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আট হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
২-৩ জুলাই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের সহযোগিতায় ও সংস্থার নিজস্ব অর্থায়নে এসব চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ কার্যক্রমে ঘাসফুলের স্ব-স্ব কর্ম এলাকার শাখা ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মামুনুর রশীদ, কর্মকর্তা আবদুর রহমান এবং এসএস রাজীব দে উপস্থিত ছিলেন।
ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচী, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় ১৯৯৭ সাল থেকে প্রতি বছর দেশের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে স্থানীয় ইউনিয়ন পরিষদ, ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সবুজায়নের কাজ করে যাচ্ছে।