কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে আবিদ হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাছিমার কাটা গ্রামে এ ঘটনা ঘটে। আবিদ ওই গ্রামের মো. জাকারিয়ার ছেলে।
জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায় শিশু আবিদ। পরে খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখা য়ায়। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশু আবিদকে মৃত ঘোষনা করেন। কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।