কক্সবাজার জেলা প্রতিনিধি: রোহিঙ্গা শরণার্থী শিবিরে খুনের নেপথ্যে থাকা বাংলাদেশে আরসার প্রধান সমন্বয়ক ও কমান্ডার মো. শাহনুর প্রকাশ মাস্টার সলিমসহ আরসার দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত প্রায় দুইটার দিকে এ অভিযান শুরু হয়।
অভিযানে পাঁচটি গ্রেনেড, তিনটি রাইফেল গ্রেনেড, দশটি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, ১৩টি ককটেল, একটি বিদেশী রিভলবার, নয় রাউন্ড নাইন এমএম পিস্তলের এ্যামুনিশন, একটি এলজি এবং তিনটি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. শাহনুর প্রকাশ মাস্টার সলিম (৩৮) কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দুল আবেরার পুত্র। অপর আসামী হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত মোহাম্মদ নূরের পত্রি মো. রিয়াজ (২৭।
র্যাব-১৫ এর লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, মো. শাহনুর প্রকাশ মাস্টার সলিম ২০১৭ সালের পাশের দেশ হতে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ও ক্যাম্প-১৫-এ বসবাস শুরু করে। সে পাশের দেশে থাকাকালীন সেখানকার জোন কমান্ডারের দায়িত্বে নিয়োজিত ছিল। এছাড়াও, আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির দেহরক্ষী হিসেবে দুই মাস দায়িত্ব পালন করে। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী হিসেবে ২০১৭ সালে আসার পর মৌলভী আকিজের মাধ্যমে আরসায় পুনরায় যোগ দেয়।