পেকুয়া, কক্সবাজার: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় কালবৈশাখী বাতাসে চায়ের দোকান ও দশটি বসতঘর ভেঙ্গে গেছে। এতে প্রায় পাঁচ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৬মে) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে কালবৈশখাখীর হানায় এসব ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন চায়ের দোকানের মালিক উজানটিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের নুরুল হুদার ছেলে রেজাউল করিম, বসতঘরের মালিক মনজুর, অলিউল করিম, হেলাল উদ্দিন, জহির উদ্দিন, মোজাম্মেল হক।
ক্ষতিগ্রস্ত চায়ের দোকানে মালিক রেজাউল করিম বলেন, ‘আমার সংসার চলার একমাত্র মাধ্যম দোকানটা কিছু বুঝতে পারার আগে হঠাৎ বাতাস এসে চালা ও মালামালসহ পাশের পুকুরে উড়াইয়া নিয়ে যায়। আমার টিভিটা ও উড়াইয়া পুকুরে নিয়ে গেছে ,এখনো পানির নিছে আছে। আমার প্রায় তিন লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতির হয়েছে।’
ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মনজুর বলেন, আমার থাকার একমাত্র ছোট ঘরটার চালা বাতাসে নিয়ে গেল।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, ‘কালবৈশাখী ঝড়ে নুরুল হুদার ছেলে রেজাউল করিমের দোকান উড়িয়ে নিয়ে গেছে। আর পাশে কিছু বসতঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সরেজমিন পরিদর্শন করেছি।’