চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে ক্রুনাল কুমার গজানন্দ নামে ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ক্রুনাল কুমার গজানন্দ ভারতের গুজরাটের বাসিন্দা এবং ট্রাইস্টার ডুগন নামে জাহাজে কর্মরত ছিলেন।
বন্দর সূত্রে জানা যায়, পতেঙ্গা থানার আলফা বহির্নোঙর এলাকায় জাহাজটি নোঙর করা ছিল। জাহাজে কাজ করার সময় ক্রুনাল কুমার অসাবধানতাবশত পড়ে যান। জাহাজের উপর থেকে ডেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরে আলম আশেক বলেন, ‘ওই ভারতীয় নাগরিকের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’