কিশোরগঞ্জ: এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে কিশোরগঞ্জের মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে শুক্রবার (১২ এপ্রিল) বিকালে আল্পনা অঙ্কনের মধ্য দিয়ে শুরু হল দেশের সবচেয়ে বড় আল্পনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’। বিশ্বরেকর্ড গড়ার অদম্য এ প্রচেষ্টাকে অনুপ্রাণিত করতে আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) মিঠামইন এলাকার আল্পনা অঙ্কন পরিদর্শন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এশিয়াটিক থ্রি-সিক্সটির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার (৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় আল্পনা অঙ্কনের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনটি শনিবার (১৩ এপ্রিল) খুলনার শিব বাড়ি মোড় ও ঢাকার মানিক মিয়া এভিনিউতেও একযোগে শুরু হবে। কিশোরগঞ্জ, খুলনা ও ঢাকা, দেশের তিনটি ঐতিহ্যবাহী জেলায় শিল্পীর তুলিতে বৈশাখের মুগ্ধতা ছড়িয়ে দেয়া এবং একইসাথে, বিশ্বরেকর্ড গড়ার অনবদ্য প্রত্যয় নিয়ে শুরু হল এ উৎসব।
কিশোরগঞ্জের মিঠামইনে উৎসবের প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-চার আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক; এশিয়াটিক থ্রি-সিক্সটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর; বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা শরিফ কামাল; ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ; কিশোরগঞ্জ জেলার প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ; জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ; শিল্পী মো. মনিরুজ্জামান।
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’-এর ঢাকার আয়োজনে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আয়োজনে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। উপস্থিত থাকবেন আসাদুজ্জামান নূর, এশিয়াটিক থ্রি-সিক্সটির কো-চেয়ারপার্সন সারা যাকের, ইরেশ যাকের, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, তাইমুর রহমান, মো. মনিরুজ্জামান।
বাঙালির আবহমান ও সমৃদ্ধশালী সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে এবার অষ্টম বারের মত হচ্ছে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ উৎসব।