মস্কো, রাশিয়া: প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে বর্তমান মার্কিন প্রশাসনের অধীনে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নতি হবে- এমন আশা করার কোন কারণ নেই। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ ‘চ্যানেল ওয়ান’কে এ কথা বলেছেন। খবর তাসের।
তিনি বলেন, ‘অদূর ভবিষ্যতে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নতি অসম্ভব বলে মনে হচ্ছে। বর্তমান প্রশাসন হোয়াইট হাউসের ওভাল অফিসে কীভাবে থাকতে হবে, তার ওপর বেশি দৃষ্টি দিয়েছে। তারা তাদের রাশিয়ার নীতি পুনর্বিবেচনা করবে না। কারণ, তারা দেখাবে তাদের এ নীতি ব্যর্থ হয়েছে।’
আনাতোলি আন্তোনোভ আরো বলেন, ‘তিনি আশা করেছিলেন, যুক্তরাষ্ট্রের একজন সিনেটর বা একজন কংগ্রেসম্যান রাশিয়ান দূতাবাসে এসে শোক প্রকাশ করবেন ও দেশটিতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার বিষয়ে সমবেদনা জানিয়ে শোকের বার্তা দেবেন। কিন্তু, এ রকম কিছুই তারা করেনি।’
তিনি বলেন, ‘এ ক্ষেত্রে, তাদের ‘কোন ফোন কল ছিল না, তারা কোন শোক প্রকাশ করেনি।’
আনাতোলি আন্তোনোভ আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ একজন জুনিয়র কর্মকর্তাকে পাঠিয়েছেন। তিনি পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত গ্রহণকারী নন।’