চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৯ জন দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। বুধবার (২০ মার্চ) দিনব্যাপী হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটক ৩৯ জনের মধ্যে ১৪ জনকে দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড ও বাকি ২৪ জনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। একজনকে জিজ্ঞাসাববাদ শেষে সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেয়া হয়।
র্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে র্যাবের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় ৩৯ জনকে আটক করা হয়েছে। হাসপাতালে মূলত বেড ও ওয়ার্ড সিন্ডিকেট, মেডিসিন সিন্ডিকেট, অ্যাম্বুল্যান্স সিন্ডিকেট সক্রিয় আছে। তারা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে। মূলত কমিশন বাণিজ্যের কারণে রোগীদের প্রলুব্ধ করে তারা।’
তিনি বলেন, ‘এ দালাল সিন্ডিকেট সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে রোগীদের বিনামূল্যে সরকারের সরবরাহ করা ওষুধ নেয়া থেকে পথভ্রষ্ঠ করে স্বল্পমূল্যে উন্নতমানের ওধু ক্রয় করে দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের কমিশনপ্রাপ্ত নির্দিষ্ট ফার্মেসিতে নিয়ে যায়। পরে ফার্মেসি মালিকরা ওষুধের কৃত্রিম সংকট দেখিয়ে ওষুধের স্বাভাবিক দামের চেয়ে অধিক দামে বিক্রি করে থাকে। দালালের ব্যাপারটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আটকদের মধ্যে কেউ হাসপাতালের কর্মচারী হলে তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। যারা প্রকৃত দালাল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।