বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বেশ চড়াই উতরাই পার করেছেন। এবার বাবা দিবসে পিতার কাছে ক্ষমা চাইলেন এই অভিনেত্রী।
রোববার তিনি ছোটবেলার একটি ছবি পোস্ট করলেন। তবে তার লেখার মধ্যে কোথাও যেন বিষণ্ণতা প্রকাশ পেয়েছে। সেই কঠিন সময়ের কথা তুলে বাবার কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী।
বাবার কোলে ছোট্ট রিয়া। দু’জনের গালেই দোলের রং মাখা। ছবির সঙ্গে ক্যাপশন, ‘শুভ পিতৃদিবস পাপা। তুমি আমার অনুপ্রেরণা। তোমাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে বলে আমি ক্ষমাপ্রার্থী। তবু তোমার ছোট্ট মেয়ে হয়ে আমি গর্বিত। আমার পাপা সব থেকে শক্তিশালী। ভালোবাসি তোমায়। তোমার মিষ্টি।’ এভাবেই বাবা দিবসের শুভেচ্ছা জানালেন রিয়া।
নীচে হ্যাশট্যাগ দিয়ে লেখা, ‘ফৌজি কী বেটি’, অর্থাৎ জওয়ানের মেয়ে।
সুশান্ত সিং ইস্যু নিয়ে রিয়ার বাবাকে একাধিক বার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দপ্তরে যেতে হয়েছে। এছাড়া সাংবাদিকদের হেনস্তার শিকারও হয়েছেন রিয়ার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইন্দ্রজিৎ চক্রবর্তী।