সীতাকুণ্ড মাদামবিবিরহাট এলাকায় এস.এন কর্পোরেশন শীপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ রিপন চাকমা(২৬) নামে এক শ্রমিক নিহত ও তিন জন গুরুতর আহত হয়েছেন।
আজ ১৯ জুন, শনিবার বিকালে উপজেলার মাদামবিবিরহাট সাগর উপকুল এলাকার এস.এন.শীপ ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন চাকমা খাগড়াছড়ি দীঘিনালা এলাকার কালা চাঁদ মিয়া চাকমার ছেলে। সে এস.এন.শীপ ইয়ার্ডে কাটার হেলপার হিসেবে কাজ করেন।
আহতরা হলেন, লক্ষীপুর কমলনগর এলাকার বাসিন্দা ইয়ার্ডের ফিটারম্যান মো.সোহেল(২৯),নওগা জেলার চন্দা থানার রকেট হোসেন(২৪) ও ফিটারম্যান ঢাকা মিরপুর এলাকার মো.মিন্টু (৪১)। আহতরা চমেক হাসপাতালে ২৪ ও ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়,উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট সাগর উপকুল এলাকায় লিয়াকত আলী চৌধুরী মালিকানাধীন এস.এন কর্পোরেশন শীপ ইয়ার্ডে ভাঙার জন্য নিয়ে আসা জাহাজ কাটার সময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কর্মরত ফিটারম্যান ও কাটারম্যানরা গুরুতর আহত হয়ে ছিটকে পড়ে। পরে অন্য শ্রমিকরা উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রিপন চাকমা মৃত্যুবরণ করেন এবং আশংকাজনক আহত তিনজনই চমেকে চিকিৎসাধীন রয়েছে ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিন জন। কোনো দাহ্য পদার্থ থেকেই এই বিস্ফোরণ ঘটতে পারে বলে বলেও জানান তিনি।