প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন যথাযথভাবে উদযাপনের লক্ষে চট্টগ্রামের পটিয়ায় প্রস্তুতি সভা করেছে আওয়ামী লীগ।
সোমবার বিকেলে উপজেলার হল টুডে কনভেনশন হলে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, পৌর মেয়র আইয়ুব বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, বিজন চক্রবর্তী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আবদুল খালেক, মোঃ সেলিম চেয়ারম্যান, আলমগীর খালেদ, মোঃ ছৈয়দ,মোঃ ফরিদ, এম এজাজ চৌধুরী, মোঃ বেলাল, পৌর আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির সহ অন্যরা।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক বলেন, ” আগামী দিনে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ভাবে পথ চলতে হবে। জননেত্রী শেখ হাসিনার যে অর্জন তা কোন ভাবেই অপশক্তির কাছে ভুলন্ঠিত হতে দেয়া যাবে না। তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত সকলকে একে অপরের ভাই উল্লেখ করে বলেন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে সাংগঠনিক ভাবে মিলে মিশে থাকলে আওয়ালীগকে কেউ হারাতে পারবে না। পটিয়ায় যে উন্নয়ন প্রধানমন্ত্রী করেছেন, তাকে স্মরণীয় করে রাখতে উনার জন্মদিন পটিয়ার জনগন একসাথে সমবেত হয়ে বর্ণাঢ্য ভাবে উদযাপন করবে ।”
সভায় আগামী ২৮ সেপ্টেম্বর পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক আয়োজনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত হয়।
















