দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে জোর আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। সভাপতি ও সেক্রেটারি সহ গুরুত্বপুর্ণ পদ প্রত্যাশীদের মধ্যে দৌড়ঝাপ শুরু হয়েছে ইতিমধ্যে। শেষ মূহুর্তে কে হাল ধরবে মহানগর কমিটির। কমিটিতে আসতে নানামুখী প্রচার-প্রচারণা, লবিং চলছে।কার স্বপ্ন সফল হতে চলেছে তা জানা যাবে ১৯ জুন সম্মেলনের পরে। তবে আগামী ১৯ জুনের সম্মেলনে ত্যাগী ও যোগ্যদের যাতে মুল্যায়ন করা হয় সে দাবী সকল পদপ্রত্যাশীদের।
এদিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন গ্রুপের প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন
নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুজিত কুমার দাশ।
বৃহস্পতিবারে (১৭ জুন) নগরীর মোমিন রোডস্থ স্যাফরান রেস্টুরেন্ট এ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
এসময় সুজিত দাশ বলেন, ছাত্র থাকা অবস্থা থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি। দল যখন ক্ষমতায় ছিলনা তখন জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করছি কখনো আদর্শ থেকে বিচ্যুৎ হইনি।
তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবক লীগের জন্য আমি অনেক ত্যাগ করেছি। আজকে ৩০ বছর ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত। ১৫ বছরেরও সময় ধরে স্বেচ্ছাসেবক লীগ করে আসছি। এই কারনে আগ্রহটা বেশি।আমি ফুলটাইম রাজনীতি করছি মানুষের জন্য।