নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ সালাহ উদ্দীন খাঁন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার, ১০ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)‘র জনসংযোগ কর্মকর্তা শাহ আবদু রউফ এ তথ্য জানান ।
গ্রেফতার মোহাম্মদ সালাহ উদ্দীন খাঁন চন্দনাইশ থানার হাছনদন্ডি গ্রামের মৃত আমানত খানের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার বিকাল আডাইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মইজ্যারটেক মোড় পুলিশ বক্সে সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ সালাহ উদ্দীনকে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ সালাহ উদ্দীনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।