বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানকে বিমানবন্দরে আটকে ছিলেন ভারতের মুম্বই বিমানবন্দরের এক সিআইএসএফ অফিসার। ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই বিপাকে পড়তে হলো তাকে। বাজেয়াপ্ত করা হয়েছে ওই সিআইএসএফ অফিসারের ফোন।
জানা গেছে, নিজের ডিপার্টমেন্টেই উচ্চ পদস্থ অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তাকে।
গেল শুক্রবার টাইগার-৩ ছবির শ্যুটিংয়ে আগামী ২ মাসের জন্য রাশিয়া উড়ে যান সাল্লু। সেসময় তাকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। সকলেই তাকে ছবি তোলার জন্য অনুরোধ করতে থাকেন। তবে সালমান না দাঁড়িয়ে ধীর গতিতে মেইন গেটের দিকে এগিয়ে যান। পুলিশের বাধায় থমকে যেতে হয় ভাইজানকে। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী না মেনে সোজা মেইন গেটে ঢুকতে যাচ্ছিলেন সালমান খান। আর তখনই সিআইএসএফ অফিসাররা তাকে আটকে দেন। সেই ভিডিও উঠে আসে ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে।
একজন সুপারস্টারের সামনেও একজন অফিসার নিজের দায়িত্ব পালন করেছেন তা দেখে খুশিই হন নেটিজেনরা। নেটিজেনরা বলছেন, এতদিনে সালমান উচিত শিক্ষা পেয়েছেন। সব জায়গায় যে তার ‘দাবাং’ গিরি চলে না।
















