বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও কাউকেই জীবনসঙ্গী করেননি। ‘একলা চলো রে’ নীতিতেই চলছেন ৫৫ বছর বয়সী এই সুপারস্টার। এবার তার বিয়ে না করার কারণ ফাঁস করলেন বন্ধু-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।
সাজিদ জানান, তিনি এবং সালমান দু’জনেই কসম খেয়েছিলেন কখনো বিয়ে করবেন না। কিন্তু ১৯৯৯ সালে সালমান হঠাৎ করেই সিদ্ধান্ত নেন, বিয়ে করবেন। সাজিদকেও বলেন, ‘চল বিয়ে করে ফেলি’। কিন্তু বিয়ের মাত্র পাঁচ দিন আগে সালমান বলে, ‘এখন আর মুড নেই রে!’
নিজের বিয়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ওর (সালমান খান) কাছে তো মেয়ে (প্রেমিকা) ছিল। কিন্তু আমার জন্য পাত্রী খুঁজতে হয়েছিল। সেজন্য আমি গিয়ে বাবা-মাকে মেয়ে দেখার জন্য বলি। তারাও আনন্দে পাত্রী ঠিক করেন। সালমান তার বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে কিন্তু আমার পক্ষে তো সেটা করা সম্ভব হয়নি। পরে আমার বিয়ের আয়োজনে সে আসে। সেখানে এসে বলেছিল, ‘বাড়ির পেছনে গাড়ি দাঁড় করানো, এখনো সময় আছে, চলে যা’।
















