চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় পানিতে ডুবে দুই বছর বয়সী মোঃ তাহমিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে এলাকার একটি পুকুর থেকে তাকে ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিশু উপজেলার বারখাইন ৭ নং তৈলারদ্বীপ এলাকার এনামুল হকের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে স্হানীয় ইউপি সদস্য আবদুল আজিজ বলেন আজ সকালে আমাদের এলাকার এনামুল হকের দুই বছর বয়সী শিশু সন্তান পানিতে ডুবে মারা গেছেন। এই ঘটনা খুবই দুঃখ জনক।
















