চট্টগ্রাম: একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক বলেছেন, ‘শিশুদের রং তুলিতে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠে। শিশুদের স্বপ্ন জগৎকে রাঙিয়ে দিতে হবে। পৃথিবীতে অসম্ভব বলে কোন শব্দ নেই। সব অসম্ভবকে সময়ের ব্যবধানে জয় করেছে আমাদের শিশু-কিশোররা।’
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) প্রাঙ্গণে বিজয় ৭১ সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও শিশু উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মো. সেলিম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধ মাহফুজুর রহমান। অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশ গুপ্ত, দৈনিক আজাদী চীফ রিপোর্টার হাসান আকবর, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, শিল্পী রিয়াজ ওয়ায়েজ, সংগঠনের প্রতিষ্ঠাতা আরকে রুবেল, সাংবাদিক আবছার উদ্দিন অলি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠক জাফর ইকবাল, শিল্পী কল্যাণী ঘোষ, গীতা আচার্য্য, সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, যন্ত্র শিল্পী নিখিলেশ বড়ুয়া, ডাক্তার মুজিবুল হক চৌধুরী, হাসনা জান্নাত মিকাত, ডাক্তার অপূর্ব ধর, প্রকৌশলী সোমনাথ দাশ গুপ্ত রাজু, মো. আনিসুর রহমান ফরহাদ, রাজীব নাথ, শিল্পী সুকুমার দে, শিক্ষিকা মানু মজুমদার, শিল্পী পাপড়ী ভট্টাচার্য্য, শিল্পী সমিরন পাল, পুলক চন্দ্র, শিল্পী অনামিকা তালুকদার, শিল্পী কেয়া লাহিড়ী, ডাক্তার বেলাল হোসেন উদয়ন, সংগঠক মো. আবদুল নুর, আসিফ ইকবাল, পিংকি দাশ, অরুন কুমার চক্রবর্তী, সোমনাথ দাশগুপ্ত, দিলীপ সেন, অপু বড়ুয়া, অনিক সেনগুপ্ত।
অনুষ্ঠান উপস্থাপনা করেন আবৃত্তি শিল্পী শিমলা চৌধুরী ও সোমা মুৎসুদ্দী।
প্রধান অতিথির বক্তব্যে এমএ মালেক আরো বলেন, ‘চেষ্টা, একাগ্রতা, নিষ্ঠা, সাধনা, সততা থাকলে অনেক কিছুই সহজেই জয় করা যায়। বদলে দেয়া যায় পৃথিবী। সুন্দর মন মানসিকতা ও সৃজনশীলতা হতে পারে শিশুদের মেধাকে জাগ্রত করার শ্রেষ্ঠ উপায়।’
পরে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
















