চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির পাঁচলাইশ থানা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ নভেম্বর) থানার মুন্সিপুকুরপাড় এলাকায় কাস্টমস কালেক্টরের বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কাবুল দাশ (৫০), মনজুর আলম (৩৯), মো. মিলন (৪৬), মো. আইয়ুব খান (৫৬), মো. খলিল মিয়া (৫৭), নুরুল ইসলাম (৬০), লিটন আহমেদ (৫২), আহমেদ (৫০) ও আবুল কাশেম (৫২)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সেখান থেকে ১২ বান্ডেল তাস ও জুয়ার টেবিলে থাকা নগদ ১৬ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
















