অবশেষে ওটিটিতে আসছে প্রেম আর বিরহের চলচ্চিত্র ‘নূর’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।
নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির অফিশিয়াল টিজার। মাত্র ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রেমিকা ঐশীকে হারিয়ে প্রায় পাগল শুভ। এরপরই তাকে দেখা যায় বন্দি অবস্থায়।
‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’-এর পর শুভ ও ঐশী জুটির এটি তৃতীয় চলচ্চিত্র। তিন বছর আগে এ চলচ্চিত্রের কাজ শেষ করেন তারা।
সম্প্রতি ‘নূর’ সিনেমার প্রচারে যুক্ত হয়ে নিজেদের ফেসবুকে প্রচারণায় দেখা গেছে নায়ক-নায়িকাকে। দুইজনের একটি সুন্দর ছবি আপলোড করে ক্যাপশনে শুভ লিখেছেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলবো কতবার।’
অন্যদিকে ঐশী লিখেছেন, ‘যদি হারাস একটিবার, মরে যাবো শতবার।’
পরিচালক রায়হান রাফী নির্মিত এ চলচ্চিত্র প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি মুক্তি পাচ্ছে ওটিটিতে। বায়োস্কোপ প্লাসে দেখা যাবে চলচ্চিত্রটি।
কেকে/এমএ
















