চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখায় জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) উদ্যোগে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সিটির বহদ্দারহাটের হোটেল জামানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না। প্রধান বক্তা ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শওকত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালীর মো. আবুল বশর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট আজিজুল হক, মঞ্জুর মোশেদ, নুরুল আলম এনি, আরাফাত চৌধুরী, মো. মহিউদ্দিন, মো. ফয়সাল, জিয়াউল হক জিয়া, মো. সোহেল রানা, শওকত হোসেন, মো. ইব্রাহিম ও মো. জিয়াউল হক জিয়া।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
















