সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একশত প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (৭ জুলাই) বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপির ব্যাক্তিগত অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামিম, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও সীতাকুণ্ড উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি নুরুনবী।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন,সীতাকুণ্ড প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানে দিদারুল আলম এমপি বলেন, সীতাকুণ্ড পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ৫ হাজার গরীব অসহায় পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। তিনি আরো বলেন, সীতাকুণ্ডে করোনাকালে লকডাউনে সবাই এগিয়ে আসলে কেউ আর না খেয়ে থাকবেনা।
















