চট্টগ্রাম নগরের এনায়েতবাজার এলাকায় মোবাইল মেরামতের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মোবাইল মেকানিক আকাশ ঘোষকে ছুরিকাঘাতে হত্যার দায়ে প্রধান অভিযুক্ত মো. সানি এবং তার সহযোগী মো. ইউসুফ ও শাকিল আলম ফয়সালকে ১৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার এলাকায় সন্ত্রাসীরা আকাশ ঘোষকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লে র্যাব গোয়েন্দা তৎপরতা বাড়ায়। পরে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রৌশনহাট এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি সানিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিটির কোতোয়ালীর রেয়াজউদ্দিন রোড ও চৈতন্য গলি এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ ও ফয়সালকেও আটক করে র্যাব।
র্যাব-৭ জানায়, এক মাস আগে মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করতে গিয়ে সানির কাছে দেড় হাজার টাকা পাওনা ছিল আকাশের। ঘটনার দিন টাকা চাওয়াকে কেন্দ্র করে সানি আকাশকে কসাইপাড়ার একটি গলিতে ডেকে নিয়ে যায় এবং সহযোগীদের সঙ্গে মিলে পূর্বপরিকল্পিতভাবে তাকে ধারালো অস্ত্রে হত্যা করে।
গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাব-৭’-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন।
















