শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি অব গাদজাহ মাদার (ইউজিএম) সাথে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের ইন্দোনেশিয়া সফরকালে গত ৭ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। পাঁচ বছরের জন্য স্বাক্ষরিত এই চুক্তিতে সই করেন মোহাম্মদ লুৎফুর রহমান এবং ইউজিএমের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. তেগু বুদিপিতোজো। পরবর্তী এই চুক্তি নবায়নের সুযোগ রয়েছে।
মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘২০২৬ সাল থেকে এই চুক্তির বাস্তবায়ন শুরু হবে। এই চুক্তির আওতায় প্রতিবছর দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে ইন্টার্ন পর্যায়ের শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য একে অপরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবে। আগামী বছরের জুলাই-আগস্টে সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের পঞ্চম বর্ষের ১৫জন শিক্ষার্থী ১ মাসের জন্য ইউজিএমে যাবে ইন্টার্নশিপ করতে। একইভাবে, ইউজিএমের ভেটেরিনারি মেডিসিন অনুষদের তৃতীয় বর্ষের ১০জন শিক্ষার্থী ১ মাসের জন্য সিভাসুতে আসবে ইন্টার্নশিপ করতে।
তিনি আরও বলেন, ‘এই চুক্তি অনুযায়ী সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের দুইজনকে (শিক্ষক/শিক্ষার্থী) এমএস ও একজনক (শিক্ষক/শিক্ষার্থী) পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার জন্য ইউনিভার্সিটি অব গাদজাহ মাদা কর্তৃপক্ষ ফুল ফ্রি স্কলারশিপ দেবে। এছাড়া, ছাত্র, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, যৌথ বক্তৃতা, সম্মেলন, সেমিনার ও সিম্পোজিয়া আয়োজন এবং একাডেমিক তথ্য ও উপকরণ বিনিময়সহ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নেওয়া হবে।
















