সামাজিক সংগঠন প্রয়াসের ১৭তম বর্ষপূর্তি ও ‘প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫’ উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি নগরের একটি রেস্টুরেন্টে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন এবং সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপ্পী।
সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা হুমায়ূন কবিরকে ১৭তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫ আয়োজন কমিটির চেয়ারম্যান, উপদেষ্টা এমওয়াইএফ পারভেজকে কো-চেয়ারম্যান এবং পরিচালক সারিষ্ঠ বিনতে নূরকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়। কমিটির নাম ঘোষণা করেন প্রয়াস উপদেষ্টা ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সেন্ট্রাল মেম্বার মোমিনুল হক।
এ ছাড়া বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত উপকমিটির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, ইশরাত জাহান চৌধুরী, আবছার উদ্দিন অলি, খালেদা আক্তার চৌধুরী, মো. হুমায়ুন কবির, আনিকা আনোয়ার, সুবর্ণা দে, শফিকুল ইসলাম চৌধুরী, সুভাষ সরকার, একেএম মোস্তাফিজুর রহমান রাসেল, জাহেদুল ইসলাম জনি, মো. ওমর ফারুক খান আসিফ, মো. শাহজাহান, মো. ইসমাইল, মো. সাহাব উদ্দীন, মো. মাহির আসেফ বাবু, আমিনুল ইসলাম, সুলতান মাহামুদ রাজীব, দিদারুল ইসলাম চৌধুরী, মিনহাজুল হক মিনার, নুসরাত জাহান, সোহরাবুল আলম সৌরভ, খোরশেদ আলম, জামাল হোসেন জনি, আবু শাহাদাত মো. সায়েম, মো. সাকিবুর রহমান, মোরশেদ আলম, মো. রুকুনুর জামান তাসিন, মিসবাউল আলম সামি, রুবায়েত রশীদ, ওলিউল্লাহ খান, তাওসিফ তাসওয়ার হোসেন তাবিব, মাইশা ইসলাম চৌধুরী ছোঁয়া, আবতাহী ইবনাত তাসবীহ, ওয়াজিহা রুহানা চৌধুরী, মীর তাফহীম কাদের, হাসান ইহলান চৌধুরী, আতিকুল ইসলাম তাবির, মোসলেম উদ্দিন ও মো. সাইফুল।
উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর প্রয়াসের ১৭তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হবে।
















