চট্টগ্রাম উত্তর জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি গঠনের পর প্রথম সাংগঠনিক কর্মসূচি হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে জিয়া সাইবার ফোর্স উত্তর জেলার তরুণ সদস্যরা জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক তাওসিফ ইমরাজ শিহান, সদস্য সচিব আশরাফুল আজম সিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ হোসাইন, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আজমগীর ও সাইফ তারেক, সদস্য হাসান মুরাদ, হাসানুজ্জামান জামাল, জাবেদ রানা, মো. আজগর হোসেন, মো. জানে আলম, মো. সেকান্দার হাটহাজারী, রাঙ্গুনিয়া, রাউজান, সন্দ্বীপ, ফটিকছড়ি, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের নেতৃবৃন্দ।
কর্মসূচির শেষে বক্তারা বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দর্শন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করে যাবেন।’
তারা অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই কর্মসূচির মাধ্যমে জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
















