কুতুবদিয়া, কক্সবাজার: কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লেমসীখালি ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানে একটি বাড়ির পুকুর হতে পরিত্যক্ত অবস্থায় ১ টি এক নলা বন্দুক, ৩ রাউন্ড তাজা গোলা ও ৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।