পটিয়া, চট্টগ্রাম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন কেক কেটে নয়, দোয়া ও মোনাজাতের মাধ্যমে পালন করেছে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ভাটিখাইন শহীদ জিয়ার একতা সংসদ।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ভাটিখাইন বাজার এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি কাজী নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, অর্থ সম্পাদক মো. সাদ্দাম, সহ সাংগঠনিক সম্পাদক আদনানুল ইসলাম করিম, প্রচার সম্পাদক মো. জমির উদ্দিন।
দোয়া-মোনাজাতে দেশ ও খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নুরুল আবছার ও মাওলানা মো. ওবায়দুল্লাহ।