চট্টগ্রাম: উত্তর লেকসিটি হাউজিং সোসাইটির পরিচালনা কমিটির প্রথম দ্বি-বার্ষিক নির্বাচনোত্তর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার (২৫ জুলাই) উত্তর লেকসিটিতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানসূচীতে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণের পাশাপাশি পূর্ববর্তী এডহক কমিটি নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও মেজাবানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন এডহক কমিটির আহ্বায়ক এমএইচআর রেজাউল করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সারোয়ার উদ্দিন চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান, নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল উদ্দিন ও সভাপতি মো. তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে নতুন কমিটিকে সঠিক দিকনির্দেশনা প্রদানের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
মো. তৌহিদুল ইসলাম বিভিন্ন পরামর্শ দিয়ে নতুন কমিটিকে সহযোগিতা করার জন্য সকল প্লট মালিকের প্রতি আহ্বান জানান।