চট্টগ্রাম: নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ জুলাই চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দায়িত্ব নেয় চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। দায়িত্ব নেওয়ার পর থেকে সিডিডিএল টার্মিনালটির কার্যক্রমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করে কনটেইনার হ্যান্ডলিংয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।
সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর (৭ জুলাই হতে ২৪ জুলাই পর্যন্ত) ১৭ দশমিক ৩৩ দিনে দৈনিক গড় হ্যান্ডলিং হয়েছে ৩ হাজার ২৫০ টিইইউএস (বিশ ফুট সমতুল্য ইউনিট), যা পূর্বের (১৯ জুন হতে ৬ জুলাই) গড় ২ হাজা র৮৪৫ টিইইউএসের তুলনায় ৪০৫ টিইইউএস বা ১২ দশমিক ১০ শতাংশ বেশি। এই সময়ে চট্টগ্রাম ড্রাই ডক মোট ৩০টি জাহাজের কনটেইনার লোডিং ও আনলোডিং সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর জেটিতে একযোগে ৪টি জাহাজে পণ্য ওঠানামার কার্যক্রম চলমান রয়েছে।
চট্টগ্রাম ড্রাই ডকের এ কার্যকর ভূমিকা বন্দরের সার্বিক কর্মকাণ্ডে গতি এনেছে, যা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া, এনসিটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে।
উল্লেখ্য, এ কার্যক্রমের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম সমুদ্রবন্দর বন্দরের সামগ্রিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।